ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কামরাঙ্গীরচরে ব্লক রেইড, গ্রেপ্তার ১৬

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কামরাঙ্গীরচরে ব্লক রেইড, গ্রেপ্তার ১৬

‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনা করেছে পুলিশ। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে দিনগত রাত ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জুম্মান (২৪), মো. আরিফ (১৯), মো. আবু বক্কর (২০), রবিন (২২), মো. আলমগীর হোসেন (৪৯) , মো. আকতার হোসেন (৩৪), মো.আল আমিন (২২), মো. তুহিন (২৪), লাভলু (৩০), মো. ইসমাইল (৩৪), মো. শরীফ (২০), শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল (৩২) ও সজল (২২)।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ‘‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়