ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আলী আমজাদ তালুকদার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় যাওয়ার সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দর তথ্যকেন্দ্র বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন:

এদিকে, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছানও গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ওসি মাইদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে।

আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়