ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে 

ইয়াহইয়া চৌধুরী (সংগৃহীত ছবি)

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা) জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা। 

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে‌ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসন‌টিতে নিজেদের প্রার্থী দেয়‌নি। ওই নির্বাচনে জয়ী হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে‌ছিলেন ইয়াহইয়া চৌধুরী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন‌ জাতীয় পা‌র্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি তিনি। সেবার ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়