ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরো ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল) এই অভিযানের সময় ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়