ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যেতে পুলিশের নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যেতে পুলিশের নির্দেশনা

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য কোন পথ ব্যবহার করা যাবে আর কোন পথ ব্যবহার করা যাবে না, সেই  নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মিনারে প্রবেশ করতে হবে পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে আর শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে বের হওয়া যাবে।

শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে।

গাড়ি পার্কের জন্য ভিআইপিদের বরাদ্দ জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি পার্ক করবেন বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে আর সর্বসাধারণ গাড়ি পার্ক করবেন নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং এলাকায়।

হেঁটে চলাচল করতে হবে পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং।

প্রবেশ নিষেধ করা হয়েছে বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চানখাঁরপুল থেকে রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়