অপারেশন ডেভিল হান্ট: আরো গ্রেপ্তার ৪৬১
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরো ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরো ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৫০ জন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় এক হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দেশীয় এলজি দুটি, দেশীয় শুটারগান একটি এবং একটি সামুরাই উদ্ধার হয়।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।
ঢাকা/মাকসুদ/সাইফ