আ.লীগ নেতা সুজাতুল কল্লোল কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর এলাকায় ইরাদকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের উপকমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজাতুল কল্লোলকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক সাঈদ ইবনে রাজিব তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজাতুল কল্লোলকে (৫৫) আটক করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২ আগস্ট মিরপুর-১০ এর গোলচত্বর ফায়ার সার্ভিস অফিসের সামনে আন্দোলনে অংশ নেন ইরাদ। এদিন দুপুর ৩টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেন। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর মিরপুর থানায় ৮৬ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগীর বাবা মো. আব্দুর রাজ্জাক রাজু।
ঢাকা/মামুন/এসবি