ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে

প্রকাশিত: ১৯:৫৫, ৩ মার্চ ২০২৫  
শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজন এখনো অজ্ঞাত।

সোমবার (৩ মার্চ) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে তাদের নিয়ে আসা হয়। নিহতদের মধ্যে একজন পিরোজপুরের মিরন জমাদ্দার (৫৩)। বাকি তিনজন অজ্ঞাত, তাদের বয়স ৩০-৪০-এর মধ্যে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ হোসেন জানান, শাহজাদপুরের সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই চারজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নিয়ে আসি। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সব মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, অতিরিক্ত ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়