ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুব মহিলা লীগের দুই নেত্রী রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:৩৬, ৭ এপ্রিল ২০২৫
যুব মহিলা লীগের দুই নেত্রী রিমান্ডে 

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করায় সন্ত্রাস বিরোধ আইনের মামলার যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) এবং দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ ফারহান ইবনে গফুর তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। শেরে বাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, রবিবার বিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন দুষ্কৃতিকারীরা শেরে বাংলা নগর থানা এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিছিল করে। 

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় ৪ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। 

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়