প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ নিহতের ঘটনায় মামলা
জাহিদুল ইসলাম পারভেজ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ন প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের মামা হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) রাতে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ।
ঢাকা/এমআর/রফিক