ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:১৮, ২৭ এপ্রিল ২০২৫
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ আম‌লে নি‌য়ে দুজ‌নের ঘুষ দুর্নী‌তির খোঁজ খবর নি‌চ্ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রবিবার (২৭ এপ্রিল) দুপুরে এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

‌তি‌নি বলেন, “এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি) আমাদের নজরে এসেছে। দুদক এই জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানতে পারবেন।”

এর আগে সকালে দুই উপদেষ্টার এপিএস ও পিও’র ঘুষ দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসেন।

পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল দুদকে স্মারকলিপি জমা দেয়। এতে দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি অনুসন্ধানের আবেদন করা হয়।

এর আগে গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়