ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যাচেষ্টার মামলায় ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৫১, ৩০ এপ্রিল ২০২৫
হত্যাচেষ্টার মামলায় ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

বুধবার সিদ্দিকুর রহমান সিদ্দিককে আদালতে নেওয়া হয়

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন সিদ্দিকুর রহমান সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম (আক্তার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। সিদ্দিকের পক্ষে তার আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস (বিপু) রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন। 

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রমনা মডেল থানায় সোপর্দ করেন। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী হাওলাদার।

ঢাকা/এম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়