ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১১ ব্যক্তি গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩ মে ২০২৫   আপডেট: ১৩:১৬, ৩ মে ২০২৫
ঢাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১১ ব্যক্তি গ্রেপ্তার 

রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রির ১ হাজর ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২ মে) হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আছে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো—মো. রাকিবুল হাসান শান্ত, মোছা. খাদিজা বেগম, মো. শামীম, জুবায়ের হাসান, মো. ইমরুল খান, সোহেল রানা, কামরুল ইসলাম, সোহেল রানা, মো. রবিউল হাসান, মো. মোস্তাকিম ও মো. শাহীন। 

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়