ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৫ মে ২০২৫   আপডেট: ২১:২০, ১৫ মে ২০২৫
দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে তলব

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনিয়ম দুর্নী‌তির অভিযোগে জিজ্ঞাসা‌বা‌দের জন‌্য তাদের আগামী ২০, ২১ ও ২২ মে হাজির হ‌তে বলা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর সেগুনবা‌গিচার প্রধান কার্যাল‌য়ে নিয়‌মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়‌টি জানিয়েছেন।

আরো পড়ুন:

তি‌নি ব‌লেন, “স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।এছাড়া এন‌সি‌পির সা‌বেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।”

মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে সম্প্রতি অনিয়ম দুর্নী‌তির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।তুহিন ফারাবির বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। অভিযোগ আম‌লে নি‌য়ে দুজ‌নের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয় দুদক। দুজ‌নের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের জন‌্য আলাদা টিমও গঠন করা হ‌য়ে‌ছে। অনুসন্ধা‌নের ধারাবাহিকতায় দুজন‌কে অভিযোগের বিষ‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন‌্য ডাকা হ‌য়ে‌ছে।

অন‌্যদি‌কে, গাজী সালাউদ্দীন তানভীরের বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠ‌লে দুর্নীতি দমন ক‌মিশন অভিযোগ আম‌লে নি‌য়ে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয়। তার বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের জন‌্যও এক‌টি টিম গঠন করা হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়