ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

দেশবিরোধী প্রচারণার অভিযোগ: ৬ আসামি রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১০ জুন ২০২৫  
দেশবিরোধী প্রচারণার অভিযোগ: ৬ আসামি রিমান্ড শেষে কারাগারে

দেশবিরোধী প্রচারণার অভিযোগে পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় ৬ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন-তিতুমীর কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগ কর্মী তুষার আহম্মেদ, সহিদুল ইসলাম নাইম ও ফাহাদ হোসেন রাব্বি, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম এবং খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া।

আরো পড়ুন:

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৯ জুন তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুই মামলা করে পুলিশ। এর মধ্যে গত ২৪ মে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও আওয়ামী লীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে আসামি নাইম ও বাপ্পি। অন্যদিকে অন্য চার আসামি গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারনায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপণ্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 

ঢাকা/এম/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়