ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৩ জুন ২০২৫   আপডেট: ১২:৩৫, ২৩ জুন ২০২৫
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

সাবিনা আক্তার তুহিন

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া জানান, রবিবার মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি পুলিশ।

পুলিশ জানায়, তুহিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় হত্যাসহ সহিংসতা, দুর্নীতি এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 

সাবিনা আক্তার তুহিন ২০১৪ সালের ১৯ মার্চ সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাননি। সর্বশেষ তিনি ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি পদে ছিলেন। 

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়