ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরো দুই আসামি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৪, ১৩ জুলাই ২০২৫
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরো দুই আসামি গ্রেপ্তার

গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

রবিবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘সোহাগ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি রয়েছেন ১৯ জন। এর মধ্যে, এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পেছনের মোটিভ (উদ্দেশ্য) জানার চেষ্টা চলছে।’’

ডিসি তালেবুর রহমান আরো বলেন, ‘‘ঘটনার দিন খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়।’’

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামের ওই ব্যবসায়ীকে একদল সন্ত্রাসী পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করেন। পরদিন নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/এমআর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়