দুদকের নতুন আইনজীবী শাহদীন মালিক
ড. শাহদীন মালিক। ছবি সংগৃহীত
ড. শাহদীন মালিককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষে ‘কেস টু কেস’ ভিত্তিতে মামলা পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তিনি নির্ধারিত হারে ‘কেস টু কেস’ ভিত্তিতে মাসিক সম্মানি প্রাপ্য হবেন।এই দায়িত্বে থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
বৃহম্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রসিকিউশন বিভাগের পরিচালক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ