সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার
গুলশান থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকার একটি বাসা তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, শাহেদ আহমেদ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গুলশান থানার হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখোনো হয়েছে।
ঢাকা/এমআর/ইভা