ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহবাসে দূর হবে মাইগ্রেনের ব্যথা

মুজাহিদ বিল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২২
সহবাসে দূর হবে মাইগ্রেনের ব্যথা

মাইগ্রেনের ব্যথা কতটা অসহনীয় ভুক্তভোগীরা বেশ ভালোই জানেন। মাইগ্রেনের সমস্যা হলে মাথার ভেতরে ব্যথা হয়। এই ব্যথা সাধারণত একদিকে হয়, ডান অথবা বাম পাশে। সঙ্গে থাকতে পারে বমি ভাব। 

মাইগ্রেনের ব্যথা পুরোপুরি নিরাময় হয় না। অনেক সময় ব্যথা সহ্য করা কঠিন হয়ে পড়ে। মাইগ্রেনের যন্ত্রণা খুবই কষ্টদায়ক ও দীর্ঘস্থায়ী। তবে কিছু বিষয় মেনে চললে এ ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়। গবেষণা বলছে যৌন মিলন করলে মাইগ্রেনের ব্যথা কমে। 

জার্মানির এক দল গবেষক জানাচ্ছেন মাইগ্রেনের ব্যথা বা অন্য কারণে যে মাথা ব্যথা হয় তা থেকে মুক্তি দিতে পারে যৌন মিলন। 

গবেষকরা ৮০০ মাইগ্রেনের রোগী এবং ২০০ ক্লাস্টার হেডেক রোগীকে নিয়ে এ গবেষণা করেন। মাইগ্রেনের ৬০ শতাংশ রোগী ও ক্লাস্টার হেডেক রোগীদের ৩৭ শতাংশ যৌন মিলনের মাধ্যমে তাদের যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পেয়েছেন।

জার্মানির ইউনিভার্সিটি অব মুনস্টারের গবেষকরা জানান, আমাদের এ গবেষণায় স্পষ্টভাবে প্রমাণ মিলেছে যে, যৌন মিলনের মাধ্যমে মাইগ্রেন বা ক্লাস্টার যে কোনো মাথাব্যথা দূর করা যায়। এর কারণও তারা ব্যাখ্যা করেছেন। যৌন মিলনের সময় অ্যান্ড্রোফিল নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এ হরমোন শরীরে বেদনানাশক হিসেবে কাজ করে।  
 

/তারা/ 

সর্বশেষ

পাঠকপ্রিয়