ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

চার্জার ফ্যান দীর্ঘদিন ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৪ মে ২০২৪   আপডেট: ০৯:০৬, ২৪ মে ২০২৪
চার্জার ফ্যান দীর্ঘদিন ভালো রাখার উপায়

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ডিভাইসগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক যত্ন। গ্রীষ্মে রিচার্জেবল ফ্যানের চাহিদা বেড়ে যায়। কারণ বিদ্যুৎ না থাকলেও এসব ফ্যান কয়েক ঘণ্টা অনায়াসে বাতাস দিতে পারে। শুধু তাই না এসব ফ্যান পোর্টেবল হওয়ার কারণে যেখানে যেকোন জায়গায় নেওয়া যায়। এই দুই কারণেই চার্জার ফ্যান বা রিচার্জেবল ফ্যানের চাহিদা দিন দিন বাড়ছে। সঠিক যত্ন না নিলে  এই অতি প্রয়োজনীয় ডিভাইসটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

রিচার্জেবল ফ্যান দীর্ঘদিন ভালো রাখতে চাইলে যা করতে হবে

নিয়মিত ভেজা কাপড় বা ব্রাশ দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করতে হবে।

ফ্যানের ব্লেড পরিষ্কার করার ক্ষেত্রে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা যাবে না।

এই ফ্যানের ব্যাটারি নিয়মিত এবং সঠিকভাবে চার্জ করতে হবে।

ফ্যান চার্জ দেওয়ার জন্য নির্দিষ্ট চার্জারটি ব্যবহার করলে ভালো।

ব্যাটারি দীর্ঘ সময় চার্জে রাখা যাবে না, খুব বেশি বা খুব কম চার্জ দেওয়া যাবে না। 

চার্জার ফ্যান ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 

সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় চার্জার ফ্যান না রাখাই ভালো। রোদের তাপে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যাটারি প্রতিস্থাপনের বিষয়ে নির্দেশনা ফলো করতে হবে।

চার্জার ফ্যান একটানা দীর্ঘসময় চালু রাখবেন না।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশাবলি মেনে চলুন প্রয়োজনে পেশাদারের পরামর্শ নিন।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়