ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুলের যত্নে ‘হেয়ার মাস্ক’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১১:০৫, ২৮ জুলাই ২০২৪
চুলের যত্নে ‘হেয়ার মাস্ক’

ছবি: প্রতীকী

বর্ষায় চুল অনেকটা নিষ্প্রাণ হয়ে পড়ে। এই সময় চুলের ঝলমলে ভাব ধরে রাখার জন্য একটি উপায় মেনে চলতে পারেন, তা হলো চুলে মাস্ক ব্যবহার করা। ঘরেই তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। 

মাস্ক তৈরিতে যা যা লাগবে: বেকিং সোডা, দই আর ডিমের সাদা অংশ।

যেভাবে মাস্ক তৈরি করবেন: একটি পাত্রে বেকিং সোডা, দই আর ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করুন।

যেভাবে ব্যবহার করবেন: ঘরে তৈরি হেয়ার মাস্ক চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে মেখে নিন। তারপর মাথায় শাওয়ার ক্যাপ পরুন। এভাবে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।

চুল যেভাবে ঝলমলে হবে: এই হেয়ার মাস্কে দই থাকে। আর দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। যা স্ক্যাল্পে জমে থাকা ময়লা পরিষ্কার করে। এতে চুলও হয় পরিষ্কার উজ্জ্বল। এ ছাড়া বেকিং সোডা এক্সফোলিয়েটর হিসেবে খুব ভালো। আর ডিমের সাদা অংশের এনজাইম চুলের চটচটে আঠালো ভাব দূর করে। চুল হয় পরিষ্কার আর ঝরঝরে। 

আপনার চুলের সঠিক যত্ন নিশ্চিত করতে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়