ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমরোগে ভুগছেন না তো

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৩৩, ৩ নভেম্বর ২০২৪
প্রেমরোগে ভুগছেন না তো

ছবি: প্রতীকী

কথায় আছে, ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নয়। অন্ধ ভালোবাসা মানসিক ব্যাধিতে পরিণত হয়। যাকে বলা হয় ‘অবসেসিভ লাভ ডিজঅর্ডার’। এই রোগে আক্রান্ত হলে ব্যক্তি নিজের জীবনের স্বাভাবিকতা যেমন হারিয়ে ফেলে, তেমনি তিনি যাকে ভালোবাসেন তার জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে। এই ধরনের সম্পর্কে দুইজন দুইজনকে সমানভাবে ভালোবাসেন না, বিশ্বাস করেন না।

অবসেসিভ লাভ ডিজঅর্ডার আক্রান্ত ব্যক্তির আচরণে যেসব লক্ষণ প্রকাশ পায়: পছন্দের মানুষ কোথায় যাচ্ছে, কী করছে সবকিছু কড়া নজরদারিতে রাখেন। তার প্রতি ব্যাকুলতা প্রকাশ করেন এবং প্রত্যাখানের ভয়ে ভীতস্থ থাকেন।  এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের থেকে নিজেকে গুটিয়ে নেন। যাকে ভালোবাসেন শুধু তাকে নিয়ে চিন্তায় ডুবে থাকেন। কাঙিক্ষত ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য অপ্রত্যাশিত আচরণও করে ফেলেন। বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারেন না। কঠিন পরিস্থিতিতেও মানসিক চিকিৎসাসেবা গ্রহণ করতে চান না।

আরো পড়ুন:

যত্ন ও সমর্থনের অভাব বোধ করে। ফলে এটাচমেন্ট ডিজঅর্ডারে ভোগে। এক কথায় আবেগকে বাস্তবতার সঙ্গে মেলাতে পারেন না।

আবেগের ভারসাম্য না থাকলে বিশ্বাস, শ্রদ্ধা ও সহমর্মিতাও সমান থাকে না। বাস্তবসম্মত মানসিকতায় ফিরলে এই অবস্থা থেকে ধীরে ধীরে বের হয়ে আসা যায়। এজন্য বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় সবার সঙ্গে সম্পর্কে ভারসাম্য তৈরি করা যেতে পারে। 

সূত্র: ফেমিনা

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়