ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এল ইজি ফ্যাশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২০ মার্চ ২০২৫  
ঈদে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এল ইজি ফ্যাশন

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই উৎসবের খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়।

প্রতি বছরের মত এবারের ঈদেও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’ সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রংয়ের পাঞ্জাবি।

আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।

সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুমগুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব পাঞ্জাবি। এছাড়া রয়েছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট।

ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, “শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।”

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে।এছাড়া অনলাইনেও (https://www.facebook.com/share/1BLTWMEF5M) দেখা যেতে পারে।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়