ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছুটির দিনে ত্বকের যত্নে ঘরেই করুন ‘ফ্রুট ফেসিয়াল’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৩০ মে ২০২৫   আপডেট: ০৯:৪৪, ৩০ মে ২০২৫
ছুটির দিনে ত্বকের যত্নে ঘরেই করুন ‘ফ্রুট ফেসিয়াল’

ছবি: প্রতীকী

সাপ্তাহিক ছুটির দিনে ত্বকের একটু বাড়তি যত্ন নিতেই পারেন। আর ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা সবচেয়ে ভালো। ফল খেলে যেমন উপকার, তেমনই ফলের রস বা শাঁস ত্বকে লাগালেও অনেক উপকার পেতে পারেন।

‘ফ্রুট ফেসিয়াল’-এ সবচেয়ে বেশি ব্যবহার হয় পেঁপে, কলা, টমেটো ও আম। এ ছাড়া   জনপ্রিয়তা রয়েছে আপেলেরও। এই ফল দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। যার ত্বকের ধরণ যেমন, সেই অনুযায়ী বেছে নিন কী কী দেবেন আপেলের সঙ্গে।

আরো পড়ুন:

আর্দ্রতা ফিরে পেতে হলে: আপেল টুকরো করে কেটে বেটে নিতে হবে। তার সঙ্গে মেশান ২ চা চামচ দুধ ও ১ চা চামচ ওটসের গুঁড়া। এরপর ভালভাবে মিশিয়ে ওই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রাখতে হবে।

আপেলের এই ফেসপ্যাক ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সহায়তা দেবে, মৃতকোষ দূর করবে, ত্বকের দাগছোপও তুলে দেবে। তবে যাদের ত্বক বেশি শুষ্ক, তারা এই ফেসপ্যাক লাগানোর পরে ভালো সিরাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন।

ব্রণ দূর হবে: একটি আস্ত আপেল মিক্সারে বেটে নিন, তারবার একটি আস্ত শসা থেঁতো করে রস বের করে নিন। আপেলের সঙ্গে শসার রস মিশিয়ে সেই মিশ্রণ ভালো করে মুখে, গলায় ও দুই হাতে লাগিয়ে নিন। এবার ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাক ব্রণ-ফুসকুড়ির সমস্যা থেকে রেহাই দেবে, ত্বকের জ্বালা ভাব কমাবে। অকালে বলিরেখা পড়তে দেবে না।

মৃতকোষ দূর করবে: একটা আস্ত আপেল থেঁতো করে তার সঙ্গে মেশান এক চামচ টক দই ও এক চামচ লেবুর রস। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে তারপর ধুয়ে নিন।

আপেলের এনজাইমের সঙ্গে দইয়ের ল্যাকটিন ও লেবুর রস মিশে ত্বককে মৃত কোষ মুক্ত করবে। ত্বক নরম হবে। ফিরবে ত্বকের জেল্লা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়