ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাত্র দুইটি উপাদান দিয়ে ফেয়ার পলিশ করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫
মাত্র দুইটি উপাদান দিয়ে ফেয়ার পলিশ করতে পারেন

ছবি: প্রতীকী

রাসায়নিক উপাদানের সঙ্গে প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশ করা হয়। ফেয়ার পলিশ এক ধরণের এক্সফোলিয়েশন। যা ত্বকের গভীর স্তরে কোষের কার্যকলাপ বাড়িয়ে রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে ত্বক আরও সতেজ হয়। ফেয়ার পলিশ করলে অক্সিজেন ও ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ত্বকের উপরিভাগে পৌঁছাতে পারে।

ফেয়ার পলিশের উপকারিতা 
•    ত্বকের টেক্সচার পরিশীলিত করে
•    ত্বক উজ্জ্বল করে
•    ডিটক্সিফাই করে
•    কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনে সহায়তা করে
•    স্কিন টোন সমান করে
•    পরবর্তী প্রোডাক্ট শোষণের জন্য ত্বক প্রস্তুত করে
•    ত্বকে গ্লো আনে

আরো পড়ুন:

ফেস  পলিশ করতে যা যা লাগবে
সমপরিমাণ বেকিং সোডার সাথে আপনার নিয়মিত ফেসওয়াশ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি দিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

এবার ঘন পেস্ট নিয়ে মুখ, ঘাড় ও ডেকলেটেতে সমানভাবে লাগান। ২ মিনিট ম্যাসাজ করে উষ্ণ পানিতে ভেজানো  নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। আবার কাপড়টি উষ্ণ পানিতে ভিজিয়ে ১ মিনিটের জন্য মুখে রেখে হালকা ওয়ার্মিং ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন

উল্লেখ্য,  সপ্তাহে একবার ফেয়ার পলিশ করতে পারেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়