ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:২৭, ১৭ অক্টোবর ২০২৫
আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

ছবি: প্রতীকী

১৭ অক্টোবর দিনটি 'ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে' বা ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। দিনটি পালনের উদ্দেশ্যই হলো সব ভুলে প্রাক্তনকে ক্ষমা করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে।

প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করে থাকেন।

আরো পড়ুন:

আজকের দিনটি আপনার পুরনো সম্পর্ককে মনে করিয়ে দিতে পারে।  আবার একইসঙ্গে সেখান থেকে বের হওয়ার একটি উপায় খুঁজতেও সহায়তা করতে পারে। কারণ দিনটি মানুষকে শেখায়—অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনটি নিয়ে নানা ধরনের পোস্ট, গল্প ও আবেগঘন বার্তা ভেসে বেড়াচ্ছে। আপনিও কোনো পোস্ট দিতে পারেন অথবা মনে মনে বলতে পারেন, ‘তোমাকে ক্ষমা করে দিলাম।’

প্রাক্তনকের ক্ষমা করলে আপনি যেভাবে ‍উপকৃত হতে পারেন

মানসিকভাবে সুখী হয়ে উঠতে পারেন
অভিমান আর রাগ পুষে রাখলে মানসিকভাবে ভালো থাকতে পারবেন না। ক্ষমা করার মাধ্যমে আপনি নিজের ভেতরে তৈরি হওয়া রাগ-ক্ষোভকে বিদায় জানাতে পারেন। 

বর্তমান সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারেন
অতীতের কষ্টকে আঁকড়ে থাকলে কখনোই সামনে এগোনো যায় না। ক্ষমা করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। 

ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন

ক্ষমা করলে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো আরও সংবেদনশীল হতে পারবেন। ক্ষমা করার মাধ্যমে আপনি নতুনভাবে জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন। এই উপলব্ধি আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী, আরও আত্মনির্ভরশীল।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়