নিউ ইয়র্ক-এর ফার্স্ট লেডি ‘রামা দুয়াজি’
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
রামা দুয়াজি ও জোহরান মামদানি
আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র জোহরান মামদানির প্রিয়তমা স্ত্রী রামা দুয়াজি। যার ব্যক্তিত্ব নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। জানা যায়, জোহরান মামদানির সঙ্গে এই শিল্পীর হিঞ্জ ডেটিং অ্যাপে পরিচয়। ২০২৪ সালের অক্টোবরে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার ঠিক আগে তারা বাগদান সারেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে লোয়ার ম্যানহাটনে তাদের বিয়ে হয়।
রামা দুয়াজি
রামা দামাস্কে জন্মগ্রহণকারী একজন সিরিয়ান চিত্রকর এবং অ্যানিমেটর। যিনি বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকেন। রামা ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে communication design -এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং নিউ ইয়র্ক সিটির স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
রামা দুয়াজির চিত্রকর্ম
দুয়াজির ইনস্টাগ্রামে দৃষ্টি দিলেই দেখা যায়- মধ্যপ্রাচ্যের নারী ও ফিলিস্তিনিদের দুর্দশা তার শিল্পকর্ম-এর অন্যতম উপকরণ। ব্যক্তিগত জীবনকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা প্রচার করেন না তিনি। বিমূর্ত আত্ম-প্রতিকৃতি, মধ্যপ্রাচ্যের দুর্দশার রাজনৈতিক চিত্র তার শিল্পে স্থান পায়। প্রতিটি কাজ তার আবেগ এবং মনের অবস্থা প্রতিফলিত করে।
তার চিত্রকল্পগুলো প্রায়শই একরঙা রঙে উপস্থাপন করা, তার ছবি এবং অ্যানিমেশনগুলো সৃজনশীল এবং স্বাধীনতার একটি শক্তিশালী অনুভূতি ধারণ করে।
সূত্র: লাইফস্টাইল এশিয়া
ঢাকা/লিপি