ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:২০, ২১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ছবি: সংগৃহীত

প্রযুক্তির উন্নয়ন মানুষের কাজের ধরণ দ্রুত পাল্টে দিচ্ছে। কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য আয়ত্ত করতে হচ্ছে নতুন নতুন দক্ষতা। গুগল, অ্যামাজন বা মেটার মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন প্রযুক্তিতে এমন দক্ষ মানুষ খুঁজছে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। একই ধারায় এগিয়ে যাচ্ছে করপোরেট প্রতিষ্ঠানগুলোও। এজন্য চলতি বছরে এমন কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন যেগুলো আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে থাকতে সাহায্য করবে। 

এআই লিটারেসি 
এটা বুঝতে হবে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা–এর টুলগুলো ব্যবহার করে কাজ করা যায়। আপনাকে কোডিং না জানলেও এআইকে কাজে লাগিয়ে কাজ করানোর উপায় জানাটা জরুরি। 

আরো পড়ুন:

গল্প বলা 
মানুষ তথ্যের থেকে গল্প বেশি মনে রাখে। গল্প বলার দক্ষতা আপনার যোগাযোগকে আরও শক্তিশালী করবে। গল্প বলার কৌশল শেখার প্রতি মনোযোগী হোন।

দ্রুত শেখার কৌশল 
জানতে হবে কীভাবে নতুন কিছু দ্রুত আয়ত্তে আনা যায়। আজকের জগতে দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা একটি বড় সুবিধা। 

ইমোশনাল ইন্টেলিজেন্স 
নিজের অনুভূতি বুঝতে পারা, সহানুভূতি দেখানো এবং অন্যদের সাথে ভালোভাবে যোগাযোগ স্থাপন করা—এই দক্ষতাগুলো কর্মক্ষেত্রে বেশ কাজে আসে। 

আর্থিক বুদ্ধিমত্তা 
বাজেট করা, আয়-ব্যয় বুঝা, সঞ্চয় ও বিনিয়োগের ধারণা—এসব জীবনে আর্থিক স্বাধীনতা এবং স্থিতিশীলতা আনে। এগুলো ঠিকঠাকভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে।

ডিজিটাল যোগাযোগ দক্ষতা
অনলাইনে নিজের ভাবনা স্পষ্টভাবে লেখার, ইমেইল বা সামাজিক মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা এখন মৌলিক দক্ষতা। এই দক্ষতায যে যত এগিয়ে সে কর্মক্ষেত্রে তত  এগিয়ে যাবে।

বিশ্লেষণী চিন্তা
যেকোনো তথ্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার ক্ষমতা আপনাকে সাধারণ ধারণার বাইরে দেখবে।

অভিযোজন ক্ষমতা ও মানসিক দৃঢ়তা 
পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং বাধা মোকাবেলায় মানসিক দৃঢ়তা—এগুলো আপনাকে প্রতিকূল পরিস্থিতে টিকিয়ে রাখবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়