ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

ডিআরইউ’র নেতৃত্বে সালেহ-সোহেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:০৮, ৩০ নভেম্বর ২০২৪
ডিআরইউ’র নেতৃত্বে সালেহ-সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ফলাফল প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ফল ঘোষণা করেন।

সভাপতি পদে আবু সালেহ আকন পেয়েছেন ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানি পেয়েছেন ৪৯৬ ভোট। সাধারণ সম্পাদকক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

আরো পড়ুন:

সহসভাপতি পদে ওসমান গণিকে ১০২ ভোটে পরাজিত করে জয়ী হয়েছে গাজী আনোয়ার। তিনি পেয়েছেন ৬৯৭ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাদিয়া শারমিন। তিনি পেয়েছেন ৭২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল পেয়েছেন ৬৪৪ ভোট।

অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম এম জসিম পেয়েছেন ৪২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে রফিক রাফি ১২৭ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮৩ ভোট। নারী বিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফারহানা হক নীলা পেয়েছেন ৪০১ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী ৭৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহসিন হোসেন পেয়েছেন ৫৩৬ ভোট।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. শরীফুল ইসলাম। তিনি পেয়েছেন ৬৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মহিন পেয়েছেন ৫৮৪ ভোট। ক্রিড়া সম্পাদক পদে মাকসুদা লিসাতে ২৭০ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন মজিবুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্যাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ৯৩৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আকতারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে তৃতীয় বোরহান উদ্দীন, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া ৪র্থ, ৬০৬ ভোট পেয়ে ফারুক আলম ৫ম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ৬ষ্ঠ ও ৬০৪ ভোট পেয়ে ৭ম হয়েছেন সলিম উল্যা (এস. ইউ সেলিম)।

এর আগে এদিন ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১৭৪৪ ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১ হাজার ৪২৫ জন।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়