ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরবানির ঈদে সংবাদপত্রে ৪ দিন ছুটি দাবি মাহমুদুর রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৮ মে ২০২৫   আপডেট: ১৮:৫২, ৮ মে ২০২৫
কোরবানির ঈদে সংবাদপত্রে ৪ দিন ছুটি দাবি মাহমুদুর রহমানের

গণমাধ্যম সংস্কার বিষয়ক সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

কোরবানির ঈদে সংবাদপত্রকর্মীদের অন্তত ৪ দিন ছুটি হওয়া দরকার বলে মনে করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আর পত্রিকার অনলাইন সংস্করণের কর্মীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।

আরো পড়ুন:

মাহমুদুর রহমান বলেন, “ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, সেজন্য অনলাইনটা চালাতেই হয়। এটার কোনো বিকল্প নাই। এটার বিকল্প হচ্ছে অনলাইনে যারা কাজ করছে, তাদের আর্থিকভাবে পুষিয়ে দিতে হবে। এটা বন্ধ করা যেহেতু সম্ভব না।”

“আমার হাতে তো ক্ষমতা নাই, কিন্তু আমার যদি ক্ষমতা থাকত, আগামী ঈদে ১০ দিন ছুটি থাকবে সরকারি। আমি অন্ততপক্ষে সাংবাদিকদের জন্য ৪ দিন করে দিতাম। আর অনলাইনের ক্ষেত্রে আর্থিকভাবে পুষিয়ে দেওয়া উচিত।”

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা এই সরকারের কাছে দাবি করছেন কী কী সংস্কার করতে হবে। আগামী রাজনৈতিক সরকার এসে যদি বলে, ‘এই সংস্কার আমরা মানি না, আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাব’। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেটা নিয়ে মনে হয় একটু আগাম পরিকল্পনা করে রাখা দরকার।”

দেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর একটি অংশের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং সংবাদপত্রগুলোর মালিকদের সংগঠন নোয়াবের সমালোচনা করেন আমার দেশ সম্পাদক।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়