সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

সাফিনা আহমেদের তরী
রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে সাফিনা আহমেদের তরী (৩০) নামে সাবেক এক সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৮ জুন) রাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, “তরী চ্যানেল-২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। নিউ ইস্কাটনের বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন তিনি।তরীর পৈতৃক নিবাস ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামে। তার বাবা খন্দোকার সালউদ্দিন আহমেদ এবং মা সাবিহা আহমেদ রিতা।”
তরীর মা জানান, ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যান তরী। পরদিন দুপুরে ডাকতে গিয়ে মা দেখতে পান, তরী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. রাজু বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
ঢাকা/হাসান/সাইফ