দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। এই ছুটি গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্যও কার্যকর করার জন্য তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের দপ্তরে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছূটি পালিত হবে। ছুটির সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৪দিন ছুটি পালিত হচ্ছে। অথচ গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পাচ্ছেন না। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এ অবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে ২দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করার অনুরোধ করা হয়। সেই সাথে ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে মোট বেতনের দ্বিগুণ মজুরি নগদে দেওয়ার নির্দেশ প্রদান করতে উপদেষ্টার প্রতি দাবি জানানো হয়।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ