ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভুটানে বঙ্গবন্ধু স্মরণে এক হাজার প্রদীপ প্রজ্জ্বলন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুটানে বঙ্গবন্ধু স্মরণে এক হাজার প্রদীপ প্রজ্জ্বলন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে তাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভুটানের জনগণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন এবং এক হাজার ‘ঘি’ প্রদীপ জ্বালিয়ে তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।

প্রেস সচিব বলেন, লোটে শেরিং বাংলাদেশ ও দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উদযাপনের জন্য ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ভুটান ও সেদেশের জনগণের অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

এদিকে, মুজিব বর্ষ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রেস সচিব জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 

ঢাকা/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়