ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনালী ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২ মার্চ ২০২১  
সোনালী ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন

সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের নিচতলায় মুজিব কর্নার ও ম্যুরাল উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ)  দুপুরে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ভার্চুয়ালি যোগ দেন তিনি।

আরো পড়ুন:

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের মুক্তি আর স্বাধীনতা চেয়েছিলেন বলেই ৭ মার্চের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।  এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। দেশ স্বাধীন হওয়ার পর সোনার বাংলা গড়ার সুযোগ পাননি বঙ্গবন্ধু।  অকৃতজ্ঞ আমরা স্বাধীন দেশের মাটিতে তাকে বেশিদিন বাঁচতে দেইনি। তাই তার অসমাপ্ত কাজ সবাই মিলে শেষ করতে হবে। 

প্রধানমন্ত্রীর পরামর্শে বাংলাদেশের সব ব্যাংকে মুজিব কর্নার করার কাজটি সুচারুভাবে করে আসছেন একুশে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক, শিল্পী পাভেল রহমান।  ইতোমধ্যে ২২টি ব্যাংকে মুজিব কর্নারের কাজ শেষ করেছেন বলে জানান পাভেল রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে এ কাজটি করার সুযোগ করে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।

মেসবাহ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়