সোমেশ্বরীতে দুই বালুবাহী নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে গেছে। এ ঘটনায় শামীম মিয়া (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার (২৩ জুলাই) সকালে সোমেশ্বরী নদীর খামারখালি এলাকায় এ ঘটনা ঘটে। শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে একটি নৌকায় বালু ভর্তি করে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে তলিয়ে যায়। এতে নৌকায় থাকা ৮ শ্রমিকের মধ্যে ৭ জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ হন শামীম। তাকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছেন।
মিলন/কেআই