ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ জনতা পার্টি’।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে দলটির আত্মপ্রকাশের ঘোষণা করেন দলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি এম কেরামত আলী।

তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও সবক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন আসেনি।

দেশে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও তারা তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

জনগণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য বাংলদেশ জনতা পার্টি আজ আত্মপ্রকাশ করেছে। কথায় নয় কাজে প্রমাণ করবে জনতা পার্টি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটিসহ জেলা কমিটি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব হিসেবে মামদুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদি হাসান আকন্দ ও দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়