ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রিয়া সাহার সম্পত্তিই নেই, দখলেরও সুযোগ নেই : গণপূর্তমন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিয়া সাহার সম্পত্তিই নেই, দখলেরও সুযোগ নেই : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রিয়া সাহার সম্পত্তি দখল বা অগ্নিসংযোগের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় একজনও গুম হয়নি। প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রিয়া বালার যেহেতু কোনো সম্পত্তি নেই, সেহেতু তার সম্পত্তি নিয়ে যাওয়া কিংবা তাতে আগুন দেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ‘সম্প্রতি আমার গ্রাম চরবানিয়ারির প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তিনি বিবাহ সূত্রে যশোরের অধিবাসী। চরবানিয়ারি গ্রামে তিনি বসবাস করেন না এবং এই গ্রামে তার কোনো সম্পত্তি নেই। এখানে তার বাবা ও ভাইয়ের সম্পত্তি আছে। তাদের একটা পরিত্যক্ত ঘরে রাতে আগুন লাগে, সেটিকে কেন্দ্র করে তার ভাই জগদিশ বিশ্বাসের কেয়ারটেকার অমলেশ বিশ্বাস একটি অভিযোগ দায়ের করেন। কোনো ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা হয়নি। এজাহারে কোনো মৌলবাদীর কথাও উল্লেখ করা হয়নি।’

তিনি বলেন, ‘জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে তারা মানববন্ধন করবেন। প্রিয়া সাহার এনজিও আছে, সেটির পিরোজপুর সভাপতি বলেছেন, তাদের পিরোজপুর ইউনিট বিলুপ্ত হয়ে গেছে। প্রিয়া সাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/আসাদ/সাজেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়