ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিরাপত্তা ইস্যুতে ৭ আগস্ট ঢাকা-নয়াদিল্লি বৈঠক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তা ইস্যুতে ৭ আগস্ট ঢাকা-নয়াদিল্লি বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক : নিরাপত্তা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ আগস্ট নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি ৭ম পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ ক্রিয়াকলাপ দমনে সহযোগিতা, অবৈধ অভিবাসন, চোরা-চালান, রোহিঙ্গা সঙ্কট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিতসহ দুদেশের সকল বিষয়ে আলোচনা হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি সুস্পষ্ট পর্যালোচনা করতে এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে আসন্ন বৈঠকটি সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক গত বছরের জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতের পক্ষে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিনিধিত্ব করেন।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়