ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ৪টি গাড়িতে আগুন

হাসমত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৪ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ৪টি গাড়িতে আগুন

ফাইল ফটো : গাড়িতে আগুন

জেলা প্রতিবেদক
গাজীপুর, ৪ জানুয়ারি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় দুইটি কাভার্ডভ্যান ও একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

একই সময় শ্রীপুরের আনসার রোড এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

শনিবার রাতে এসব ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৭টার দিকে ছয়দানা এলাকায় অবরোধকারীরা দুইটি কাভার্ডভ্যান ও একটি যাত্রীবাহী বাস থামিয়ে ভাঙচুর করে। পরে তারা গাড়ি ৩টিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, একই স্থানে জয়দেবপুর চৌরাস্তাগামী ৩টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কাভার্ডভ্যান দুইটি সামনের অংশ ও বাসের ইঞ্জিন ও আসনগুলো পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ওসি আমির উদ্দিন জানান, রাত ৭টার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকায় একটি পণ্যবাহি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় হরতালকারীরা। আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় তবে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 


রাইজিংবিডি / হাসমত আলী / সোহাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়