ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশকে পাশে পেতে কল করুন ৬৯৬৯০০৩৪ নম্বরে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশকে পাশে পেতে কল করুন  ৬৯৬৯০০৩৪ নম্বরে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড়ের সময় যেকোনো ধরনের সাহায‌্যের জন‌্য পুলিশকে পাশে পেতে কল করুন ৬৯৬৯০০৩৪ নম্বরে।

এ ছাড়া জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরটিও ব্যবহার করা যাবে।

শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক  বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা জানান, পুলিশকে নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি ঘূর্ণিঝড়ের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। দুটি নম্বরে যেকোনো সময় কল করে পুলিশের সহযোগিতা নেওয়া যাবে। এ জন্য একটি সেলও খোলা হহয়েছে। ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকবে।

শনিবার সন্ধ‌্যার পর আঘাত হানবে ঘূর্ণিঝড় বুলবুল। দুর্যোগ মোকাবিলায় শুক্রবার থেকেই সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। চলছে মাইকিং। জলোচ্ছ্বাসের আশঙ্কায় মৎসজীবীদের ঘরে ফেরানো হচ্ছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ৯ ও কক্সবাজার ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ