ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালশীতে পোড়া বস্তিতেও ভোট প্রার্থনা!

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালশীতে পোড়া বস্তিতেও ভোট প্রার্থনা!

শীতের রাতে ভয়াবহ আগুনে মাথাগোঁজার ঠাঁই হারিয়েছেন কালশী বাউনিয়া বাঁধ এলাকার পাঁচ শতাধিক মানুষ। কনকনে শীতে দিশেহারা বস্তিবাসী। সরকারের বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ ও আর্থিক অনুদান দেয়ার ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও তাদের অপেক্ষা নতুন ঘর উঠানো পর্যন্ত।

এর মধ্যে শুক্রবার বিকেলে বস্তিবাসীদের দেখতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও আসন্ন নির্বাচনে প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লা। সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও মেয়র।

বক্তব্যে সংসদ সদস্য আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আতিকুল ইসলামকে দলের প্রার্থী উল্লেখ করে তার জন্য ভোট প্রার্থনা করেন। এছাড়া আতিকুল ইসলামও তার বক্তব্যে দুই বার নির্বাচনের মনোনয়ের প্রসঙ্গ টেনে আনেন।

ইলিয়াস উদ্দীন মোল্লা বলেন, ‘আতিক ভাই আমাদের প্রার্থী। তাকে নৌকা প্রতীকে ভোট দেবেন এবং দোয়া করবেন।’ এ সময় বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দেন ইলিয়াস উদ্দীন মোল্লা।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি নমিনেশন জমা দিতে গিয়েছিলাম। ওখান থেকে বলেছি, আমি এখানে আসব।’

তিনি বলেন, ‘বিপদের সময় যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায় এটি হোক আমাদের আদর্শ। আমরা সুখের সময় না থাকলেও বিপদের সময় যেন থাকি। কোন পরিবারকে কী দেয়া দরকার তার তালিকা করতে বলেছি। আমরা আপাতত প্রত্যেক পরিবাকে এখন পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব। আর আগেই বলে দিয়েছি প্রত্যেক পরিবারকে দুইটি করে কম্বল দিয়ে দেয়ার জন্য। রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও আর্থিক অনুদান দেয়া হবে।

এ সময় যার যা আছে তা নিয়ে বস্তির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র।

প্রসঙ্গত, মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়