ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টিএসসিতে বিশ্ব জয়ের উল্লাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিএসসিতে বিশ্ব জয়ের উল্লাস

এক পশলা বৃষ্টি হলেও স্বপ্নভঙ্গ হয়নি বাংলাদেশী যুবাদের। অধিনায়ক আকবর আলীর অপরাজিত ৪৩ রানের সুবাধে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয় করছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

জয় নিশ্চিত হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বিজয় উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীসহ ক্রিকেট প্রেমীরা। বিজয় উদযাপনে জাতীয় পতাকা ও হাতে ব্যাট বল নিয়ে পথে নেমে এসেছেন টাইগার সমর্থকরা।

শিক্ষার্থীরা পতাকা নিয়ে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে স্লোগান দিতে দিতে আনন্দে মেতে ওঠেন। ‘ভি’চিহ্ন দেখিয়ে স্মার্টফোনে সেলফিও তুলেছেন কেউ কেউ। আবার অনেককে ভেপু বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।

এ সময় রবিন নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ভাষার মাসে এমন জয় স্মরণীয়। তার উপর বিশ্ব জয়ের স্মৃতি। কয়েকজন বন্ধু্ হলে একসঙ্গে খেলা দেখছিলাম। সকলেই টিএসসিতে এসেছি উল্লাস করতে।

মাইদুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা যেখানেই থাকি বাংলাদেশের অর্জনকে উপভোগ করি। সুযোগ পেলেই সকলে মিলে একটু আনন্দ-উল্লাসও করি। এটা তারই একটা অংশ। আমরা চাই, বাংলাদেশ ক্রিকেট দল এভাবে আমাদের মুখে হাসি ফোটাবে বারবার।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দুইটায়।


ঢাকা/ইয়ামিন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়