ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুধু প্রেমিক-প্রেমিকার মধ‌্যে নয়, ভালোবাসা সবার জন‌্য

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধু প্রেমিক-প্রেমিকার মধ‌্যে নয়, ভালোবাসা সবার জন‌্য

বাঁয়ে মাইদুল ইসলাম প্রধান, ডানে মোহাম্মদ মাহমুদুল হাসান

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে সমোচ্চারিত হচ্ছে ভালোবাসার অমীয় বাণী। এরকম সৌহার্দ্য-সম্প্রীতি সচরাচর ক্রোধ-সংঘাতের পৃথিবীতে দেখা যায় না। অস্ত্র, হানাহানি মারামারি ছেড়ে গ‌োটা দেশে আজ যোগ দিয়েছে ফু‌লের শুভেচ্ছায়। ভালোবাসায় মেতে উঠেছে সবাই।

ভালবাসা প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা সন্তানের প্রতি বাবা-মায়ের, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অথবা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। কিংবা অসহায়-দুঃস্থ মানুষদের প্রতি আমাদের ভালোবাসা। দেশের প্রতি নাগরিকদের ভালবাসা। প্রত‌্যাশা, প্রতি‌দিনই হোক ভালোবাসা দিবস।

ভালোবাসা দিবস নিয়ে রাইজিংবি‌ডির স‌চিবালয় প্রতিবেদক কথা ব‌লে‌ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সি‌নিয়র তথ্য অফিসার মাইদুল ইসলাম প্রধান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানের সঙ্গে।

জানবো তাদের ব্যতিক্রমী ভালোবাসার কথা, জানবো ভালোবাসা দিবস নিয়ে তারা কে কী ভাবছেন।

বসন্তে রাঙিয়ে যাক ভালবাসা : মাইদুল ইসলাম প্রধান

ভালবাসা, ভালবাসাময় হোক বসন্ত। বসন্তের আগমনে শিমুল গাছে লাল হয়ে ফুটে থাকা শিমুল ফুলগুলোর পাশে শালিক, ঘুঘু পাখির মুখরিত কলরবে চোখ-মন জুড়িয়ে আসে।

ছোট ছোট ছেলে মেয়েদের নতুন ফুলের খেলনা মালাগুলি দেখে মন ভরে যায়। এ বসন্তে মনে জেগে উঠুক চিরায়ত বাঙালিপনা। গ্রামের বসন্ত হাওয়ায় ছুঁয়ে যাক শহুরে মানুষগুলোর হৃদয়। গ্রামের সরলতায় ভরে থাক শহুরে চার দেয়ালে বন্দী মনগুলিও।

ভালবাসা প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভালোবাসা সন্তানের প্রতি বাবা-মায়ের, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অথবা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, অসহায়-দুঃস্থ মানুষদের প্রতি আমাদের ভালোবাসা। দেশের প্রতি নাগরিকদের ভালবাসা। ত‌বে প্রত‌্যাশা প্রতি‌দিন ভালোবাসা দিবস হ‌োক।

আজ বসন্তে মনে পড়ছে গায়ের বন্ধুদের সাথে দলবেঁধে ছুটে চলার কথা। গাছে গাছে ফুটে থাকা নতুন নানা রঙের ফুলগুলি কী মিষ্টি করেই না আমাদেরকে হাসিমুখে স্বাগত জানাতো। আমরা ছুটে যেতাম এ পাড়া থেকে সে পাড়ায়। ভালবাসা এক দি‌নের জন‌্য নয়, প্রতি‌দিনের জন‌্য।

সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা : মোহাম্মদ মাহমুদুল হাসান

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে ওঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ। আর সেই ভালবাসা কেবলই জীবনসঙ্গী বা প্রেমিক-প্রেমিকার জন্য নয়। ভালবাসা সবার জন্য।

আজকের দিনটি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্যই, এমন কোনো কথা কিন্তু নেই। আসুন, আজকের এই দিনে আমরা আমাদের মা-বাবা, বন্ধু-বান্ধব, ধনী-গরীবদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেই।

একটু গু‌ছিয়ে বলল‌ে ভালবাসা প্রেমিক-প্রেমিকার মধ্যেই নয়, ভালোবাসা সন্তানের প্রতি বাবা-মায়ের, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অথবা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, কিংবা অসহায়-দুঃস্থ মানুষদের প্রতি আমাদের ভালোবাসা। দেশের প্রতিটি নাগরিকদের ভালবাসা। ত‌বে প্রত‌্যাশা একটা ভালোবাসা দিবস হ‌োক প্রতিদিন। দেশবাসীক‌ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

 

ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়