ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২১ লাখ বর্গফুট এলাকায় তরল জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ লাখ বর্গফুট এলাকায় তরল জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর ২১ লাখ বর্গফুট এলাকাজুড়ে এক লাখ ৪০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নয়টি গাড়ির মাধ্যমে ব্লিচিং পাউডারমিশ্রিত এক লাখ ৪০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির ২১ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়েছে।  এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

তিনি আরো বলেন, ইউএনডিপির সহায়তায় ডিএনসিসির অধীনে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্প প্রজেক্টের আওতায় চার বস্তির (কড়াইল, ভাষানটেক, বাউনিয়া বাঁধ ও ধামালকোট) ৬৪টি স্থানে হাত ধোয়া কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়