ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

খুলনায় চিকিৎসকসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১৭ মে) খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।

তিনি জানান, খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জনসহ পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন করে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৪০টি। নমুনা পরীক্ষা করে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, খুলনা মহানগরীর করিমনগর এলাকার গোলদারপাড়ার এক যুবক, বাগেরহাট সদর উপজেলার বিজয়পুর এলাকার এক নারী, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এক ব্যক্তি, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সদরের একজন করোনায় আক্রান্ত হন।

ডা. মেহেদী নেওয়াজ বলেন, এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জনে।


খুলনা/নূরুজ্জামান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়