ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত (দুপুর ১টা পর্যন্ত) ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 'ঘাতক' ময়ূর-২ লঞ্চটিকে আটক করেছে নৌ পুলিশ। তবে লঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

সোমবার (২৯ জুন) দুপুর বারোটার পর বুড়িগঙ্গা নদী থেকে লঞ্চটি আটক করা হয়। এর আগে সকাল দশটায় ময়ূর-২ এর ধাক্কায় 'মর্নিং বার্ড' নামে যাত্রীবাহী একটি লঞ্চ বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চটি আটক করা হয়েছে। তদন্তের পরই কার দোষ-ত্রুটি ছিল তা বেরিয়ে আসবে।

এদিকে নিহতদের লাশ শনাক্ত এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সদরঘাট টার্মিনাল এলাকায় একটি কন্ট্রোলরুম খুলেছে ফায়ার সার্ভিস। সেখানে নিহত এবং নিখোঁজদের স্বজনরা এসে ভিড় করছেন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এখানে ২৫টি লাশ এনে রাখা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ফরাশগঞ্জ এলাকায় এলে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়।

** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

** অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি



ঢাকা/মাকসুদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়