ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুয়েতের রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল আশিকুজ্জামান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুয়েতের রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল আশিকুজ্জামান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। তিনি এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।  কর্মজীবনে তিনি বিভিন্ন স্তরে প্রশিক্ষণ, কর্মী ও কমান্ড নিয়োগের দায়িত্ব পালন করেন।

তিনি সিয়েরালিওন, আইভরিকোস্ট এবং ডি আর কঙ্গোতে তিনটি ইউনাইটেড নেশন পিস সাপোর্ট মিশনে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের আগে তিনি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (সেনা) হিসাবে কর্মরত ছিলেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং মাস্টার্স অব স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্জন করেছেন।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বিবাহিত জীবনে দুই পুত্র সন্তানের জনক।  কাজের বাইরে তিনি একজন সক্রিয় গলফার এবং শিল্পী।

এর আগে গত ২০ এপ্রিল মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়