ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ঈদের আগে-পরে ৮ দিন ফেরি চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের আগে-পরে ৮ দিন ফেরি চলাচলে বিধিনিষেধ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহার আগের ৫ দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই সময়ে শুধুমাত্র নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চলাচলে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে বলেও নির্দেশনায় বলা হয়।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে।

 

ঢাকা/ হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়