ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বংশালে দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৪, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বংশালে দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বিস্ফোরণের পর আগুনে পুড়ে ঘটনাস্থলেই  মাইনুদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়

দগ্ধ তিনজন হলেন, মাইনুদ্দিনের বাবা জাবেদ মিয়া (৩০) মা শিউলি বেগম (২৫) ও তার চার বছর বয়সী বোন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি বাসার নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সকালে নাস্তা বানানো জন‌্য শিউলি বেগম আগুন জ্বালালে হঠাৎ বিস্ফোরণ হয়। এরপর আগুন লেগে চারজন দগ্ধ হয়। ঘটানাস্থলেই শিশু মাইনুদ্দিন মারা যায়। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মাইনুদ্দিনের লাশ মিটফোর্ড মর্গে নেওয়া হয়েছে। 

শেখ হাসিনা বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল রাইজিংবিডিকে বলেন, ‘আগুনে জাবেদ মিয়ার শরীরের ৩০ শতাংশ, শিউলি বেগম ও তার মেয়ের ৬০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীও পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।’ 

জাবেদের ফুপু শিউলি বেগম জানান, জাবেদ একটি ব্যাগের কারখানায় কাজ করতেন। পরিবার নিয়ে বংশাল ভাড়া থাকতেন। ওর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াই ফিতা গ্রামে। 


ঢাকা/মাকসুদ/বুলবুল/ইভা 
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়